রসে বশে


সপ্তাহান্তে সেদিন বেরিয়ে পড়লাম ক্যামেরা নিয়ে – গন্তব্য দুর্গাপুর। বর্ধমান জেলার দুর্গাপুর সম্পর্কে আপনারা সবাই জানেন, স্টিল ফ্যাক্টরির জন্যই আজ সর্বাধিক পরিচিত। কিন্তু আমার গন্তব্য দুর্গাপুরে পানাগড়ের কোটা গ্রাম। তেমন পরিচিত নয়, কিন্তু ছোট্ট গ্রামটি যেন চারপাশের ইস্পাতের মরুভূমির মাঝে হঠাৎ এক টুকরো সবুজ মরুদ্যান। দেখতে পাবেন দিগন্ত পরিবৃত হলুদ সর্ষের ক্ষেত, কোথাওবা ছোট ছেলেমেয়েদের ছোটাছুটি,…